দেশের উত্তরা-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে বইছে শৈত প্রবাহ। আজ (৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশার কারণে দিনের বেলায় সূর্যের দেখা না মেলায় কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের প্রকোপ। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
কয়েকদিনের বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা বাড়লেও গতকাল থেকে কেমতে শুরু করেছে। তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ (৭ জানুয়ারি) কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস । ৬ জানুয়ারি জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
সরকারি বা বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবি কম। সরকারের পাশাপাশি স্থানীয় বিত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।