জাতীয়

৫ হাজার যানবাহনও যন্ত্রপাতি কিনতে চায় ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও সড়ক সংস্কারের জন্য ৫ হাজার ১৩৫টি বিভিন্ন ধরনের যানবাহন ও যন্ত্রপাতির ক্রয়াদেশ দিয়ে তিনশ’ ৩৪ কোটি ৭২ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব তৈরি করেছে।

ডিএসসিসি’র অভ্যন্তরীণ সম্ভাব্যতা সমীক্ষা দিয়েই দেড় বছরের মধ্যে বিশাল বাজেটের যান-যন্ত্রপাতি ক্রয় করা হবে। তবে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে তৃতীয় কোনও পক্ষের মাধ্যমে এই সমীক্ষা করার জন্য বলা হয়েছে। আর এসব ক্রয়ের ক্ষেত্রে পণ্যভিত্তিক মূল্য ও উল্লিখিত ওয়েবসাইটের নাম উল্লেখ করার কথা বলেছে পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ।

স্থানীয় সরকার বিভাগ ও ক্লিন ঢাকা মাস্টারপ্ল্যান ২০০৫ সালের তথ্যানুযায়ী, ঢাকা শহরে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে বাড়ছে বর্জ্যরে পরিমাণও। ২০০৪ সালে ঢাকা শহরে উৎপাদিত বর্জ্যের পরিমাণ ছিল প্রতিদিন ৩ হাজার ২ শ’ টন। ২০১০ সালে এই বর্জ্যরে পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে ৩ হাজার ৯০৯ টন। ২০১৫ সালে এর পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৬২৪ টন।

গৃহস্থালির বর্জ্য উৎপাদনের পরিমাণ জনপ্রতি শূন্য দশমিক ৩৪ কেজি ছিল দৈনিক। আর রাস্তার বর্জ্য, বাণিজ্যিক বর্জ্য সব মিলিয়ে দৈনিক উৎপাদিত বর্জ্যরে পরিমাণ জনপ্রতি শূন্য দশমিক ৫৬ কেজি। বর্তমানে জনপ্রতি উৎপাদিত বর্জ্যরে পরিমাণ বৃদ্ধি পেয়ে শূন্য দশমিক ৭৮ কেজিতে উন্নীত হয়েছে।

সে অনুযায়ী শুধুমাত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমানে দৈনিক উৎপাদিত বর্জ্যরে পরিমাণ বৃদ্ধি পেয়ে সাড়ে ৪ হাজার টনে দাঁড়িয়েছে। সিটি করপোরেশনের অন্যতম প্রধান কাজ হলো বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা কাজ।

এখন নতুন করে আরও ১৮টি ওয়ার্ড যুক্ত হওয়ায় এইসব কাজের জন্য বর্জ্যবাহী গাড়ি, বৈদ্যুতিক সেবা ও সরঞ্জামাদির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ডিএসসিসির অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং মেকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসরণের জন্য প্রকল্প প্রস্তাব করেছে স্থানীয় সরকার বিভাগ।

যাতে খরচ ধরা হয়েছে ৩৩৪ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকা। প্রকল্পটি চলতি অর্থবছরের এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় রয়েছে।

প্রকল্পে যা ক্রয় করা হবে : ৩০টি হাইড্রোলিক ল্যাডার, জইন ডোজার ৫টি, বেকহো লোডার ৫টি, পে লোডার ৫টি, মাইক্রোবাস ৫টি, ডক কালেকশন ভেইকেল ২টি, ২টি পোর্টেবল এয়ার কস্প্রেসার, রোড সুইপার ১০টি, ৮ টনের ২ চাকার রোড রোলার, টায়ার ডোজার ৩টি, ট্রেইলর একটি, পানির গাড়ি ১০টি, সাকার মেশিন ২টি, হ্যান্ড ট্রলি ৫ হাজারটি। দুই চাকার রোড রোলার ৫টি, পেভার ফিনিশার একটি, মোবাইল টয়লেট ৫টি ভিআইপি, ৫টি সাধারণ, জিপ ৩টি, ৫টি পিকআপ, ৫টি ট্রাক ইত্যাদি।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ প্রকল্পের ব্যাপারে বলছে, ইতোমধ্যে ২৯টি জিপ, ২৫টি পিকআপ এবং ৮টি মাইক্রোবাস ডিএসসিসিতে বিদ্যমান আছে। চলমান দুটি প্রকল্পের আওতায় ৩টি জিপ ও ৩টি পিকআপ কেনার সুপারিশ করা হয়েছে। ফলে এই প্রকল্পে গাড়ির সংখ্যা যৌক্তিকভাবে কমাতে হবে। একইভাবে দুই প্রকল্পে ৫টি রোড রোলার, ৪টি পে লোডার ও ১ হাজার ৮ শ’টি হ্যান্ড ট্রলি কেনার সুপারিশ করা হয়েছে। এখানে এগুলোর ব্যাপারে আলোচনা করা প্রয়োজন।

ভৌত অবকাঠামো বিভাগ বলছে, প্রকল্পের আওতায় ৫ হাজার ১৩৫টি বিভিন্ন ধরনের যানবাহন ও যন্ত্রপাতি কেনার জন্য ২৮৮ কোটি ৮৮ লাখ ৯ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এই ব্যয় প্রাক্কলনের ভিত্তি হিসাবে সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত দর ও ইন্টারনেট থেকে সংগ্রহের কথা বলা হয়েছে।

এক্ষেত্রে সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়ন ওয়েবসাইটের নাম উল্লেখ করা প্রয়োজন। প্রকল্পের নামে অফিসে ৫ লাখ টাকার ফার্নিচার কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। কী ফার্নিচার কেনা হবে তার তালিকা দেওয়া হয়নি।

অন্য দিকে, প্রকল্পে পরামর্শক খাতে ১ কোটি ১৮ লাখ টাকা সংস্থান রাখা হয়েছে। এ খাতের ব্যয় আলোচনা সাপেক্ষে পুনর্নির্ধারণ করা যেতে পারে বলে ভৌত অবকাঠামো বিভাগের যুগ্মপ্রধান মো: সেলিম স্বাক্ষরিত কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

ইসলামী ব্যাংকের সাথে হাব-এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে হ...

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

কাল গ্যাস থাকবে না যেসব এলাকায় 

নিজস্ব প্রতিবেদক: গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর বা মেরাম...

অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী

নিজস্ব প্রতিবেদক: দেশে চোখের যত্ন ও পরিষেবা সম্প্রসারণের জন্...

শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রস্তত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা