নিজস্ব প্রতিবেদক : আজ ২৫ মার্চ গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে পাক-হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট নামে নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে চালায় বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা।
অপারেশন সার্চ লাইট ছিল বাঙালির একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক নারকীয় পরিকল্পনা। সুনির্দিষ্ট কিছু লক্ষ্যকে সামনে রেখে এই পরিকল্পনা বাস্তবায়নে জেনারেল টিক্কা খান বলেছিলেন, আমি পূর্ব পাকিস্তানের মাটি চাই, মানুষ চাই না। ফলশ্রুতিতে বাঙালি জাতির জীবনে নেমে আসে বিভীষিকাময় ভয়াল কালরাত্রি। এক ভয়াল ভয়ঙ্কর নিষ্ঠুরতার স্মৃতি হিসেবে চিহ্নিত এই রাত।
এ প্রেক্ষিতে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আয়োজিত ২৫ মার্চ গণহত্যা দিবস আলোচনা সভা চলছে। এ আলোসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি তার বাসভববন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হবেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করছেন উত্তর মহানগর আওয়ামী লীগ সভাপতি শেখ ফজলুর রহমান। পরিচালনা করছেন দক্ষিণ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শিক্ষান্ত্রী ডা.দিপুমনি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক,মাহবুবুল আলম হানিফ এমপি,মির্জা আযম এমপি ও মহানগরের সভপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সান নিউজ/এমআর/এম