নিজস্ব প্রতিবেদক:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে।
আর গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৬১ জনে।
এছাড়া, ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনাও ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
তিনি জানান, রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১২৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে ১৩৪০টি নমুনা।
এদিকে, করোনা আক্রান্ত সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯ হাজার ২৮৮ জন। আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৮৭ হাজারেরও বেশি। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৬ হাজার ১১৭ জন।