সান নিউজ ডেস্ক :
করোনাভাইরাসে ধাক্কা সামলে উঠতে পাঁচটি দাতা সংস্থার কাছে ২৬০ কোটি ডলারের ঋণ ও অনুদান সহায়তা চেয়েছে সরকার। টাকার অঙ্কে যার পরিমাণ ২২ হাজার ১০০ কোটি টাকা।
বিশ্ব ব্যাংকের কাছে ৮৫ কোটি ডলার, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৭৫ কোটি ডলার, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ৬০ কোটি ডলার, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) কাছে ২৫ কোটি ডলার এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) কাছে ১৫ কোটি ডলার চাওয়া হয়েছে।
এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন সাংবাদিকদের জানান, আমরা করোনা ভাইরাস থেকে দেশের মানুষ ও অর্থনীতিকে রক্ষায় এই জরুরি সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছি। জরুরি বাজেট সাপোর্ট এবং কোভিড ১৯ মোকাবিলা প্রকল্পের জন্য এই সহায়তা চাওয়া হয়েছে। এসব দাতা সংস্থার সঙ্গে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ চলছে। শিগগিরই তারা সহায়তার বিষয়ে আমাদের নিশ্চিত করতে পারেন।
করোনা সংকট মোকাবিলায় সহযোগিতা চাওয়া হয়েছে জাপানের আন্তর্জাতিক সহযোগী সংস্থা-জাইকার কাছেও।