নিজস্ব প্রতিবেদক:
এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ( প্রো:ভিসি ) ডা.শহীদুল্লাহ সিকদার এবং তার স্ত্রী ও কন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি বিএসএমএমউ’র চর্ম ও যৌন রোগ বিভাগের বর্তমান চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ( আর এন্ড ডি )।
তার অধীনে হাসপাতালে ভর্তি সিলেট হতে আসা এক রোগীর করোনা পজিটিভ ধরা পরার পর ডা. শহীদুল্লাহ সিকদারের করোনা টেস্ট করা হলে তারও ফলাফল করোনা পজিটিভ আসে।
পরবর্তীতে তার বাসায় তার স্ত্রী এবং কন্যার টেস্ট করা হলে তাদেরও করোনা পজিটিভ হয়। তারা বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
ডা. শহীদুল্লাহ সিকদারের একসময়ের সহকর্মী ডা. জাহাংগীর আলম এবং তার পুত্রের ফেসবুকের স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।
বিএসএমএমইউ’র জনসংযোগ কর্মকর্তাও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিষয়টি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিদ্যালয়ের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মাঝে আতংক বিরাজ করছে।
তার সংস্পর্শে আসা চিকিৎসক এবং সহকর্মীরা অনেকেই সেলফ কোয়ারেন্টিনে যাবার পরিকল্পনা করছে।