নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে আওয়ামী মহিলা লীগের আলোচনা সভা চলছে। এতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন।
বুধবার (১০ মার্চ) আলোচনা সভায় সঞ্চালক কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি বলেন, দেশে অনেক সরকার এসেছে কিন্তু নারীদের কোন অগ্রগতি হয়নি। বিপরীতে আওয়ামী লীগ সভাপতি ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীরা এগিয়ে যাচ্ছে। নারী সমাজের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে পুরুষের সহযোগীতা খুবই গুরুত্ব বহণ করে।
দেশকে এগিয়ে নিতে হলে নারীকে বাদ দিয়ে সম্ভব নয়। তাই নারীকে সামনে এগিয়ে নিয়ে পুরুষদের সহযোগীতা প্রয়োজন। এর বিপরীতে সম্ভব নয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। আরও উপস্থিত আছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া এবং কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
সভায় সভাপতিত্ব করছেন, অধ্যাপক সুলতানা শফি চেয়ারম্যান আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপকমিটি।
সান নিউজ/এমআর/এসএ