নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতির মধ্যে ভ্যাট সার্কেল অফিসগুলো ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তিন দিন ভ্যাট অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
শুক্রবার (১০ এপ্রিল) এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন এই তথ্য নিশ্চিত করেন।
সৈয়দ এ মুমেন বলেন, ‘ভ্যাট আইন অনুযায়ী প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। সেই লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড শুধুমাত্র ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে সরকারি সাধারণ ছুটির সময়ে সীমিত আকারে ভ্যাট সার্কেল অফিস ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজস্ব বোর্ড।’