নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য বাংলাদেশ সফরের প্রস্তুতি বেশ জোরেশোরেই এগিয়ে চলছে। এরই মধ্যে তার সফর পূর্ব অগ্রবর্তী দল বাংলাদেশ ঘুরে গেছেন। তারা ঢাকা এবং ঢাকার বাইরে মোদির সফরের সম্ভাব্য কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ভেন্যুগুলোর যোগাযোগ, প্রটোকল তথা সার্বিক নিরাপত্তার বিষয়াদি খতিয়ে দেখে গেছেন।
আগামীকাল (০৪ মার্চ) বৃহস্পতিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর। ২৬ ও ২৭ মার্চের সম্ভাব্য সফরের আলোচ্যসূচিসহ অন্যান্য প্রস্তুতি চূড়ান্ত করতে তার এ সফর। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, মোদির সফর সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ২৬ মার্চ প্রধানমন্ত্রী মোদির ঢাকা আসার কথা।
বর্তমান সরকার কর্তৃক গৃহীত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর যৌথ আয়োজনে অংশ নেবেন তিনি। মূলত তার সফরসূচি চূড়ান্ত করতেই দিল্লি থেকে ঢাকা আসছেন জানিয়ে তিনি বলেন, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক হবে।
সান নিউজ/এসএ