সান নিউজ ডেস্ক :
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর স্বীকৃত কাঁচাবাজার সমূহে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মহানগরীর কাঁচাবাজার সমূহে একমুখী চলাচল ও বাহির হওয়ার নির্দিষ্ট পথ চালু করেছে ডিএমপি।
বাজারগুলোতে বড় করে একমুখী ‘চলাচল’, ‘প্রবেশ’, ‘বাহির’ লেখা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
নগরবাসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে একমুখী চলাচল ব্যবস্থাপনা মেনে চলার অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এরআগে, করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে গত সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে রাজধানীর সব কাঁচাবাজার ও সুপারশপ বন্ধের নির্দেশ দেয় ডিএমপি। সূত্র: ডিএমপি নিউজ