সান নিউজ ডেস্ক:
করোনায় আক্রান্তদের জন্য আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ২ হাজার শয্যার আইসোলেশন সেন্টার তৈরি করার কাজ চলছে। আগামী ১০ দিনের মধ্যে এটি সম্পূর্ন প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
দুপুর (৯ এপ্রিল) মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (এমআইএস) বিভাগের মিলনায়তনে ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাস ভবন থেকে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বসুন্ধরা গ্রুপের সদিচ্ছার কারণেই তাদের কনভেনশন সিটিতে ২ হাজার শয্যার আইসোলেশন সেন্টার তৈরি করা সম্ভব হচ্ছে।
করোনাআক্রান্ত রোগীদের চিকিৎসার সেবার জন্য আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ৫ হাজার শয্যার হাসপাতাল করার ঘোষণা দেয় দেশের বৃহত্তম এ শিল্পগোষ্ঠী।