জাতীয়

বর্জ্য ব্যবস্থাপনায় পেশাদারিত্ব বজায় রাখার আহবান

নিজস্ব প্রতিবেদক : বর্জ্য ব্যবস্থাপনায় পেশাদারিত্ব বজায় রাখার আহবান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

উন্নয়নশীল দেশসমূহে পৌর ও মানব বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ওয়েস্টসেফ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভার্চ্যুয়াল প্লাটফর্মে সম্মেলনটির শুরু হয়।

প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, বাংলাদেশসহ উন্নয়নশীল দেশসমূহের জন্য এই সম্মেলন সার্বিক বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্জ্য ব্যবস্থাপনায় দেশ-বিদেশের নবীন গবেষকদের উদ্ভাবন এই সম্মেলনে উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, কোভিড- ১৯ অতিমারির কারণে পৌর ও মানব বর্জ্য ব্যবস্থাপনা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বাংলাদেশকে এসডিজি’র লক্ষ্যমাত্রা পূরণে বর্জ্য ব্যবস্থাপনায় কারিগরি জ্ঞানের পাশাপাশি পেশাদার মনোভাব, জনসচেতনতা তৈরি এবং স্থানীয় ও সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিশ্রুতি অতীব জরুরি। বর্জ্য ব্যবস্থাপনায় পেশাদারিত্ব বজায় রাখা সম্ভব হলে এক্ষেত্রে কাঙিক্ষত পরিবর্তন আসবে।

দেশের বর্জ্য ব্যবস্থাপনার কৌশল, পরিবেশ ও আর্থসামাজিক প্রেক্ষাপট, কারিগরি বিষয়ে অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে নতুন নতুন কৌশল উদ্ভাবনের লক্ষ্যে ৭ম বারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

করোনাভাইরাসের কারণে এ বছর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ভার্চ্যুয়াল প্লাটফর্মে এই সম্মেলনের আয়েজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এছাড়া, অনুষ্ঠানে ওয়াটার এইডের রিজিওনাল ডাইরেক্টর (সাউথ এশিয়া) ড. মো. খাইরুল ইসলাম, জার্মানির বা’হস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একার্ড ক্রাফ্ট, ইতালির প্যাডোভা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রাফায়েলো কসু এবং প্রফেসর মারিয়া ক্রিস্টিনা লাভাগনলো এবং কুয়েটের উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বক্তব্য প্রদান করেন।

আন্তর্জাতিক এই সম্মেলনে পাঁচ দেশের ৭০ জন বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন। এই সম্মেলনে ১০ সেশনে ১টি থিম পেপার, ৪ টি কি-নোট পেপার ও ৩৫ টি কারিগরি প্রবন্ধ উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে এই আন্তর্জাতিক সম্মেলনটি ২ বছর পর পর কুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে আসছে।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা