দেশের উত্তরাঞ্চল উপর দিয়ে আবারো বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। কমতে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৮ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গাসহ উত্তরাঞ্চেলের উপর দিয়ে বয়ে যাচ্ছে এ শৈতপ্রবাহ। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন খটে খাওয়া দরিদ্র মানুষ। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি।
ঘন কুয়াশার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের বজিতলা। মরে লাল হয়ে যাচ্ছে ধানের চারা। আজও বৃষ্টি হয়েছে দেশের কোন কোন স্থানে। গেল কয়েকদিনের বৃষ্টিতে শীতকালীন সবজী ও আলু ক্ষেতে পানি জমে। এতে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়া আশঙ্কা করছেন চাষিরা।
হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। কোন কোন হাসপাতালের বেডে জায়গা পেয়ে এই শীতে মেঝেতে থাকতে হচ্ছে রোগীদের। রোগীদের বেশিরভাগই বৃদ্ধ ও শিশু।