নিজস্ব প্রতিবেদক : কানাডা থেকে ঢাকায় অবতরণ করেছে বাংলাদেশ বিমানের নতুন উড়োজাহাজ ড্যাশ এইট। এই নতুন উড়োজাহাজের নামকরণ করা হয়েছে ‘আকাশতরী’।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই উড়োজাহাজ অবতরণ করে।
এ বিষয়ে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী।
তিনি বলেন, ঢাকা থেকে যশোর, সিলেট ও চট্টগ্রামে নতুন ফ্লাইট দেবে বিমান। পাশাপাশি স্বয়ংক্রিয় ডিভাইসের কারণে এই উড়োজাহাজ করোনা প্রতিরোধে সক্ষম বলেও জানান তিনি।
এমিরেটসের মতো বহর তৈরি করতে চায় বাংলাদেশ বিমান, উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
এসময় উড়োজাহাজের পাইলট মাইকেল বার্নার্ড বলেন, ঘণ্টায় ৪শ মাইল বেগে চলতে সক্ষম নতুন এই উড়োজাহাজটি। এছাড়া নিশ্চিত করবে সর্বোচ্চ নিরাপত্তা।
সান নিউজ/এম