নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সৈয়দ আবুল মকসুদ ২৩ অক্টোবর ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি হলেন একজন বাংলাদেশি সাংবাদিক, কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক ও লেখক। তিনি তার গবেষণাধর্মী প্রবন্ধের জন্য সুপরিচিত। আবুল মকসুদ নিয়মিত দৈনিক প্রথম আলোয় কলাম লিখতেন।
রচিত প্রবন্ধসমূহে দেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেন আবুল মকসুদ। তিনি বিখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদদের জীবনী ও কর্ম নিয়ে গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন। পাশাপাশি কাব্যচর্চাও করেছেন।
আবুল মকসুদের রচিত বইয়ের সংখ্যা চল্লিশের উপর। জার্নাল অব জার্মানি তার লেখা ভ্রমণকাহিনী। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
সান নিউজ/এসএস