নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছিল বলেই জাতি আজ নিজ মাতৃভাষা নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহান শহীদ ও ভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৭১ এ স্বাধীনতা অর্জন না হলে বিশ্বে আজ মাতৃভাষা প্রতিষ্ঠিত হত না। মনে রাখতে হবে একুশের চেতনা, স্বাধীনতার প্রেরণা।তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা প্রতিষ্ঠা করবই। এটাই আমাদের লক্ষ্য। সেই পরিকল্পনা নিয়েই এগুচ্ছি। স্বাধীনতা অর্জনে আমাদের এক ফোটা রক্ত বৃথা যাবে না।
শেখ হাসিনা বলেন, এ ভাষা আন্দোলন শুধুই ভাষা আন্দোলন ছিল না। এ আন্দোলন ছিল সামগ্রিক আন্দোলন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে একজন মানুষও ঠিকানাহীন থাকবে না। একজন মানুষও গৃহহীন থাকবে না।
ঘর দেওয়ার পাশাপাশি প্রতিটি ঘরও আলোকিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টিকা নিলেও মাস্ক পরা, হাত ধোয়াসহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে। অন্তত নিজেকে সুরক্ষিত রাখতে হবে। কারণ দ্বিতীয় ডোজ রয়েছে। আবার করোনা টিকার কার্যকারিতা কতটুকু বা কী, এটিও গবেষণার পর্যায়ে আছে।
প্রধানমন্ত্রী বলেন, করোনার টিকা সবাই নেবেন। টিকা নিলেও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলবেন। টিকা সংগ্রহ আমরা আগাম করেছিলাম, অনেক দেশ করতে পারেনি। কিন্তু টিকা নিলেও সুরক্ষা বিধি মেনে চলতে হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, সাংস্কৃতিক সম্পাদক অসীম সংখ্যক উকিল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি প্রমুখ।
সান নিউজ/এমআর/এস