সান নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে তার মৃত্যু পরোয়ানা জারি করা হয়।
ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে উপস্থিত করে রায় পড়ে শোনান আদালত। রায় পড়া শেষে মৃত্যু পরোয়ানা জারি করা হয়।
ফাঁসি থেকে রক্ষা পেতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া এখন তার আর কোনো পথ খোলা নেই।
মৃত্যু পরোয়ানার কাগজ আজই কারাগারে পৌঁছাবে। আর রায় কার্যকর হতে ২১ থেকে ২৮ দিন সময় লাগবে বলেও আদালত সূত্র জানিয়েছে।
এদিকে, বরখাস্ত ক্যাপ্টেন মাজেদের মৃত্যু পরোয়ানার জন্য এদিন সুপ্রিম কোর্টের নির্দেশে ঢাকার সংশ্লিষ্ট জেলা জজ আদালত বসে।
সোমবার (৬ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধুর অন্যতম খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে।
২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ খুনির ফাঁসি কার্যকর করা হয়। তারা হলেন- লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর বজলুল হুদা, লে. কর্নেল মহিউদ্দিন আহম্মেদ (আর্টিলারি) ও লে. কর্নেল একেএম মহিউদ্দিন আহম্মেদ (ল্যান্সার)।
১২ জনের মধ্যে এখনো ৫ জন বিদেশে পালিয়ে রয়েছেন। পলাতকরা হলেন- কর্নেল খন্দকার আব্দুর রশিদ, লে. কর্নেল শরিফুল হক ডালিম, লে. কর্নেল এএম রাশেদ চৌধুরী, রিসালদার মোসলেম উদ্দিন, লে. কর্নেল এসএইচ নূর চৌধুরী।