নিজস্ব প্রতিবেদক:
চিকিৎসকদের সুরক্ষায় পিপিইরও কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কোভিড-১৯ রোগী শনাক্ত করতে পরীক্ষা বাড়ানোরও তাগিদ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “করোনা রোগী শনাক্তে ঢাকায় ৯টা এবং বাইরে ৭টা ল্যাব বসানো হয়েছে। প্রত্যেকটি উপজেলায় ভালো করে টেস্ট করানোর দায়িত্ব এখন আপনাদের অর্থাৎ স্বাস্থ্যকর্মীদের।
বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর শুধু ঢাকায় আইইডিসিআরেই পরীক্ষা হত। পরীক্ষা কম হচ্ছে বলে অভিযোগের প্রেক্ষাপটে এখন ঢাকার বাইরেও পরীক্ষা করা হচ্ছে।
করোনাভাইরাসের মতো ছোঁয়াচে রোগের চিকিৎসায় ডাক্তার ও নার্সদের সুরক্ষার দিকে নজর রাখার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “পিপিই যা লাগে দেবেন। পিপিই অনেক পাচ্ছি, দিয়ে যাচ্ছি। প্রয়োজনে আরও দেব।”
তবে বিশেষায়িত এই সুরক্ষা পোশাকের সঠিক ব্যবহার যেন হয়, সেদিকে খেয়াল রাখতেও বলেন স্বাস্থ্যমন্ত্রী।
দেশের জেলাগুলোয় থাকা বেসরকারি হাসপাতাল চালু রাখা নিশ্চিতের উপরও স্বাস্থ্য কর্মকর্তাদের তাগিদ দেন তিনি।
পাশাপাশি পরিস্থিতির অবনতি যেন না ঘটে, সেজন্য কোয়ারেন্টিনে যারা আছেন, তাদের সেই অবস্থায় থাকা নিশ্চিত করার উপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।