নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের (বরখাস্ত) কাউন্সিলর, সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে অস্ত্র মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেন।
মামলার প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মুহাম্মদ দেলোয়ার হোসেন। গত ৫ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে অস্ত্র ও মাদক মামলায় ইরফান সেলিমকে অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন দেয় পুলিশ।
তদন্ত কর্মকর্তা মামলার প্রতিবেদনে উল্লেখ করেছেন যে, ইরফান সেলিমের এলাকায় তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহন বা প্রদর্শন তথা সন্ত্রাসী কার্যকলাপে অংশগ্রহণের কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। মামলার জব্দকৃত আলামত পিস্তলের বিষয়ে মামলার বাদী এজাহারে এবং জব্দ তালিকায় কার অস্ত্র এবং কার দেখানো মতে জব্দ হয়েছে তা উল্লেখ করেননি। অস্ত্র মামলার গোপনে ও প্রকাশ্য তদন্তে গৃহীত সাক্ষ্য প্রমাণে অভিযুক্ত ইরফান সেলিমের বিরুদ্ধে অত্র মামলার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় নাই।
প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর রাজধানীর পান্থপথে ওয়াসিফ আহমদ খান নামে নৌবাহিনীর একজন কর্মকর্তা মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় ইরফান সেলিমের গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থামান এবং গাড়ির সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দেন। একপর্যায়ে গাড়ি থেকে কয়েকজন নেমে তাকে কিল-ঘুষি মারে।
এ ঘটনার পরদিন ২৬ অক্টোবর ইরফান সেলিম, তার বডিগার্ড মো. জাহিদুল মোল্লা, এ বি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানের নামে ধানমন্ডি থানায় মামলা করেন ওই কর্মকর্তা। সেদিনই হাজী সেলিমের বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় ইরফানের দেহরক্ষী জাহিদকে ওয়াকিটকি বহন করার দায়ে ছয় মাসের সাজা দেন আদালত। পরে র্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে চকবাজার থানায় ইরফান সেলিম ও জাহিদের বিরুদ্ধে অস্ত্র মামলা করেন।
সান নিউজ/বিএস