নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসনাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে তার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার পরিজন, সহধর্মিনী এবং শুভান্যুধায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসনাত।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মৃত্যুকালে আবুল হাসনাতের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
আজ বুধবার বাদ এশা চকবাজার জামে মসজিদে আবুল হাসনাতের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে।
এদিকে আবুল হাসনাতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
সান নিউজ/এমআর/আরআই