নিজস্ব প্রতিবেদক : অষ্টম দিনের মতো দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি চলছে । সোমবার (১৫ ফেব্রুয়ারি) করোনার টিকা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বিসিবি সভাপতি।
সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে করোনার টিকা নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, টিকা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। কিন্তু জনগণ সব গুজব উপেক্ষা করে টিকা নিচ্ছেন।
এদিকে, কুর্মিটোলা হাসপাতালে বেলা সাড়ে ১১টার দিকে করোনার টিকা নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন মোট ১৬ লাখ ১০ হাজার মানুষ। আর টিকা গ্রহণ করেছেন ৯ লাখ ৬ হাজার ৩৩ জন।
সান নিউজ/এসএম