নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত সোমবারের (৩০ মার্চ) মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়নি। তবে আগামীকালকের (৬ মার্চ) বৈঠকটি অনুষ্ঠিত হবে গণভবনে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকাল ১১টায় শুরু হবে বৈঠক। সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয় অথবা সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সোমবারের মন্ত্রিসভা বৈঠকে খুব একটা এজেন্ডা না থাকায় বৈঠকে খুব বেশি মন্ত্রী অংশগ্রহণ নাও নিতে পারেন। করোনার কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই বৈঠকে মন্ত্রীদের বসার ব্যবস্থা করা হবে। তবে সেখানে দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।