নিজস্ব প্রতিবেদক:
ঢাকা থেকে কেউ যাতে বের হতে না পারে এবং বাইরে থেকে যাতে কেউ ঢাকায় আসতে না পারে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
গার্মেন্টস খোলা থাকবে এমন ঘোষণার পর দলে দলে গ্রাম থেকে ঢাকায় প্রবেশ করেন শ্রমিকরা। মুখ থুবড়ে পড়ে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা। এমন পরিস্থিতিতে ব্যাপক সমালোচনার মুখে সব গার্মেন্টস বন্ধ রাখার ঘোষণা দেয় মালিক পক্ষ। তারপরও আজও অনেকে আসেন ঢাকায়। এমন বাস্তবতায় এই নির্দেশ দিলেন আইজিপি।
গতরাতে রাজধানী মুখী শ্রমজীবী মানুষের ঢল থামাতে পুলিশকে নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার বিষয়টি স্বীকার করে পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সোহেল রানা।
করোনাভাইরাস মোকাবিলায় প্রথমে সরকার গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে সময় বাড়িয়ে আজ ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়।