জাতীয়

মানবতাবিরোধী অপরাধ: সাবেক সাংসদের বিরুদ্ধে প্রতিমন্ত্রীর সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ-৭ আসনের (ত্রিশাল) সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা এম এ হান্নানসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এই সাক্ষ্য দেন তিনি। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ট্রাইব্যুনাল তার এই সাক্ষ্যগ্রহণ করে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) সুলতান মাহমুদ শিমন। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার।

এর আগে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে প্রসিকিউশন পক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এ মামলার বিচার।

এম এ হান্নানসহ (৮০) এ মামলার ছয় আসামি গ্রেফতার হয়ে কারাগারে আছেন। অন্যরা হলেন, ডা. রফিক সাজ্জাদ (৬২), ডা. খন্দকার গোলাম সাব্বির আহমদ (৬৪), মিজানুর রহমান মিন্টু (৬৩) ও হরমুজ আলী (৭৩)।

সর্বশেষ ২০১৭ সালর ২৮ মার্চ আবদুস সাত্তার (৬৪) আত্মসমর্পণ করেন। পলাতক দুই আসামি হলেন, ফখরুজ্জামান (৬১) ও খন্দকার গোলাম রব্বানী (৬৩)।

আদেশের পর পিপি সুলতান মাহমুদ শিমন বলেন, এই মামলার ছয় আসামি কারাগারে আছেন। বাকি দুজন পলাতক। আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ ও লাশ গুমের ছয় ধরনের অভিযোগ আনা হয়। ২০১৬ সালের ১১ ডিসেম্বর এ মামলায় অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই বছরের ৩১ অক্টোবর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন।

ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন ২০১৫ সালের ১৯ মে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় এম এ হান্নান ছাড়াও জামায়াত নেতা ফখরুজ্জামান ও গোলাম রব্বানীকে আসামি করা হয়। পরে তদন্তে আরও পাঁচজনের সম্পৃক্ততা পাওয়ায় এ মামলার আসামি হয়েছেন মোট আটজন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা