নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ ৫৫ বিচারপতির করোনাভাইরাসের টিকা নেওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা গ্রহণ করেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা (স্পেশাল অফিসার) সাইফুর রহমান পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় তিনি জানান, প্রধান বিচারপতি ছাড়াও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয় বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের ৪৮ জন বিচারপতি রোববার টিকা গ্রহণ করেছেন।
ওই ৪৮ বিচারক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত টিকা গ্রহণ করেন। এদিন সুপ্রিম কোর্টের মোট ৫৫ বিচারপতি টিকা গ্রহণ করেছেন বলে জানান ওই কর্মকর্তা।
সান নিউজ/এসএস