নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আলোচিত মিতু হত্যা মামলার চার্জশিট অল্প সময়ের মধ্যে দেওয়া হবে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে অগ্রগতি প্রতিবেদনের ওপর শুনানি চলার সময় রাষ্ট্রপক্ষ বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য দেন। এ সময় আদালত অগ্রগতি প্রতিবেদনে হত্যাকাণ্ডের সঙ্গে জামিন চাওয়া আসামি ওয়াসিমের অগ্রগতি সম্পৃক্ততা উল্লেখ থাকায় তাকে জামিন দেননি।
তিন মাসের মধ্যে মিতু হত্যার তদন্ত শেষ না হলে, পুনরায় রিপোর্ট দাখিলের নির্দেশ দেন হাইকোর্টের।
হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।
গত বছরের ২ ডিসেম্বর আলোচিত চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তদন্তের লিখিত অগ্রগতি প্রতিবেদন চান হাইকোর্ট।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরের ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সান নিউজ/এসএম