নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ১ হাজার ৯৫২ প্রার্থী মনোননয়পত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনরে (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জানিয়েছেন, মোট ৩২টি পৌরসভায় মেয়র পদে ১২৪ জন, কাউন্সিলর পদে ১ হাজার ৪৫৬ জন ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৩৭২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
পঞ্চম ধাপের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শিবচর ও রাউজান পৌরসভায় মেয়র পদে দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
গত ১৯ জানুয়ারি পঞ্চম ধাপে ৩২টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, দাখিল করা মনোনয়নপত্র বাছাই করা হবে ৪ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি ও ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি। এ ধাপে সবকটি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।