নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ভাড়াটিয়ার তথ্য হালনাগাদ ও নিবন্ধন কার্যক্রম বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ১৫ দিনে মধ্যে সব বাসার ভাড়াটিয়ার তথ্য হালনাগাদ ও নিবন্ধন কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে পুলিশ।
রোববার (৩১ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার।
এসময় তিনি জানান, অপরাধ দমনে পুলিশের বিভিন্ন কৌশলের অংশ হিসেবে আবারও ভাড়াটিয়া তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৫০টি থানায় নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থান থেকে অপহরণ চক্রের ৯ সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। অপহরণ চক্রটি মানুষদের বিভিন্ন ভাড়া বাসায় নিয়ে আটকে রাখতো। এ কারণে আবারও ভাড়াটিয়া নিবন্ধন কার্যক্রম শুরু করছে পুলিশ।
সান নিউজ/এসএ