সান নিউজ ডেস্ক:
দেশের প্রত্যেক উপজেলা থেকে অন্তত দুটি করে নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।
তিনি বলেন,করোনাভাইরাস মোকাবিলায় বিশেষ দিক-নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আজকের মধ্যেই প্রত্যেক উপজেলা থেকে দুটি করে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সিভিল সার্জনদের এ নির্দেশনা দেওয়া হয়েছে। ডা. মো. হাবিবুর রহমান বলেন, এরই মধ্যে আমরা নমুনা সংগ্রহ শুরু করেছি। আশা করি, আগামীকালের মধ্যে ১ হাজার নমুনা পরীক্ষা করতে পারব।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৬ জনে। মারা গেছে ৬ জন।