মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
অনলাইন নিবন্ধন ছাড়া টিকা নয়
জাতীয় প্রকাশিত ২৫ জানুয়ারী ২০২১ ১৬:৪৬
সর্বশেষ আপডেট ৩০ জুন ২০২১ ১৭:০৭

অনলাইন নিবন্ধন ছাড়া টিকা নয়

নিজস্ব প্রতিবেদক : অনলাইনে নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। সোমবার (২৫ জানুয়ারি) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোভিড-১৯ টিকা সংক্রান্ত অনলাইন নিবন্ধনবিষয়ক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেওয়া হয়।

আগামী বুধবার দেশে করোনা টিকার কার্যক্রম উদ্ধোধন করা হবে। ওইদিন বেলা সাড়ে ৩টায় এ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে মোট ২০ জনকে টিকা দেওয়া হবে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম পাঁচজনের টিকা দেওয়ার সময় প্রধানমন্ত্রী অনলাইন প্ল্যাটফরমের মাধ্যমে যুক্ত থাকবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘সুরক্ষা’য় অনলাইনে নিবন্ধনের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রেস ব্রিফিংয়ে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস কোভিড টিকা ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’র সঙ্গে সম্পৃক্তদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, ভারতের বাইরে সবচেয়ে স্বল্পমূল্যে বাংলাদেশ টিকা পাচ্ছে। ব্রিফিং সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। ব্রিফিংয়ে অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

সোমবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, উদ্বোধনী অনুষ্ঠান সংক্ষিপ্ত হবে। প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, বক্তব্য দেবেন শুধু স্বাস্থ্যমন্ত্রী।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এই টিকাদান অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। অন্যান্য বেসরকারি টিভি চ্যানেলকে বিটিভি থেকে অনুষ্ঠান ধারণ করে প্রচার করতে হবে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক (সার্জারি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ডিজিটাল টিকা ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’-তে অনলাইনে নিবন্ধন ছাড়া টিকা দেওয়া হবে না।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে: টিউলিপ

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক ‘সিট...

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের, হামাসের প্রত্যাখ্যান

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিয়েছে ম...

এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

লক্ষ্মীপুরে তীব্র তাপপ্রবাহে এস.এস.সি পরীক্ষার্থীদ...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী কারাগারে

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা