নিজস্ব প্রতিবেদক:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে ৬৪ জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা বলেন, ‘আমরা ছুটি দিয়েছিলাম। হয়তো আরও কয়েকদিন বাড়াতে হতে পারে। কারণ অনেকে গ্রামে চলে গেছেন, সেখানে যেন এই রোগের প্রাদুর্ভাব দেখা না দেয়। সেই সময়টা হিসাব করে আমরা দশ বারো দিন ছুটি দিয়েছিলাম সেটা ১৪ দিন পর্যন্ত হতে পারে।’
এসময় প্রধানমন্ত্রী জানতে চান-কোয়ারেন্টিনের সময় কত তারিখ পর্যন্ত হবে। জবাবে এক কর্মকর্তা জানান, ৯ এপ্রিল পর্যন্ত। এরপর শেখ হাসিনা বলেন, ‘৯ তারিখ পর্যন্ত…এই ছুটিটা সীমিত আকারে আমাদের বাড়াতে হবে। সেটা বাড়ানোর সাথে সাথে আমাদের সীমিত আকারে যোগাযোগ ব্যবস্থা চালু রাখতে হবে।’
উল্লেখ্য, গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত চলছে সাধারণ ছুটি।