নিজস্ব প্রতিবেদক : করোনা উদ্ভূত পরিস্থিতিতে এবারের জাতীয় কবিতা উৎসব-২০২১ আগামী ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে না। পরবর্তী সময়ে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে উৎসবের তারিখ ও সময় ঘোষিত হবে।
রোবাবর (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে-পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি তারিক সুজাতের পরিচালনায় পরিষদের কার্যনির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার শুরুতে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী মুর্তজা বশীর, কবি বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, শিল্পী আজাদ রহমান, অজয় কর, অভিনয়শিল্পী আলী যাকের, কবি আবুল হাসনাত, কথাসাহিত্যিক রাহাত খান, কথাসাহিত্যিক রশীদ হায়দার, কবি আলম তালুকদার, নাট্যকার মান্নান হীরা, কবি হিমেল বরকত, কবি আয়াত আলী পাটওয়ারীসহ শিল্প-সাহিত্য অঙ্গন ছাড়াও বিভিন্ন অঙ্গনের যারা প্রয়াত হয়েছেন তাঁদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সান নিউজ/এম