জাতীয়

মার্চ মাসেও সম্ভব হবে না বইমেলা : সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতির কারণে আগামী মার্চ মাসেও একুশে বইমেলা আয়োজন সম্ভব হবে না বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। তবে এপ্রিলে পরিস্থিতি স্বাভাবিক হলে বইমেলা আয়োজনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে জানান তিনি।

রোববার (১৭ জানুয়ারি )বাংলা একাডেমিতে বইমেলা আয়োজক কমিটির বৈঠক। সেখানেই বইমেলা আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, এপ্রিল মাসে বইমেলা আয়োজনে ঝড়-বৃষ্টি নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন প্রকাশক ও লেখকরা। বাংলা একাডেমির একটি সূত্রে জানা গেছে, রীতি অনুযায়ী প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিনই অমর একুশে বইমেলা শুরু হয়।

কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে সেটি সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি থেকে জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসে বইমেলা হচ্ছে না। লেখক-প্রকাশকরা মার্চে বইমেলার জন্য প্রস্তুতি নিলেও গত বুধবার সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ জানিয়েছেন, মার্চেও শারীরিক উপস্থিতিতে বইমেলা আয়োজন সম্ভব হবে না।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে শারীরিক উপস্থিতিতে বইমেলা অনুষ্ঠিত না হলেও একুশের বইমেলার ধারাবাহিকতা ঠিক রাখতে ফেব্রুয়ারিতে অনলাইন প্ল্যাটফর্মে বইমেলার শুরুর পরিকল্পনা রয়েছে। পরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শারীরিক উপস্থিতিতে বইমেলার আয়োজন করা হবে।

তবে ভার্চুয়াল বইমেলা মূল বইমেলার বিকল্প নয়, একুশের বইমেলার ধারবাহিকতা ঠিক রাখার জন্যই এমনটা ভাবা হচ্ছে। এ ক্ষেত্রে আগামী রোববার বৈঠকের মাধ্যমে মেলা সংশ্লিষ্ট প্রকাশক-লেখকদের সঙ্গে মতবিনিময় করবে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। তারপর ফেব্রুয়ারিতে ভার্চুয়াল বইমেলা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফীন বলেন, ‘এখন পর্যন্ত আমরা মনে করছি মার্চেও শারীরিক উপস্থিতিতে বইমেলা আয়োজন সম্ভব না। এপ্রিলেও সম্ভব হবে কি না, সেটা পরিস্থিতির ওপর নির্ভর করছে। এ অবস্থায় মেলা সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজনের দীর্ঘ দিনের চর্চার বিষয়টি আমাদের ভাবনায় রয়েছে।

শারীরিক উপস্থিতির বইমেলা অনুষ্ঠিত হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।এদিকে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, ‘আমরা সরকারের সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছি। সেভাবেই আমাদের প্রকাশকরা প্রস্তুতি নেবে।’ সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘করোনা পরিস্থিতি ঠিক না হলে আমি ব্যক্তিগতভাবে বইমেলা আয়োজনের পক্ষে নই।

এপ্রিলে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, তখন বইমেলা হতে পারে। এ ক্ষেত্রে ঝড়-বৃষ্টির বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা করতে হবে।’ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক মনিরুল হক বলেন, ‘এপ্রিলে বইমেলা হলে ঝড়-বৃষ্টিতে বই নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। সরকার যদি বিষয়গুলো মাথায় রেখে পরিকল্পনা করে তবে বইমেলা হতে পারে। আমরা মেলা আয়োজনের জন্য অপেক্ষায় রয়েছি ‘

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া , অপেক্ষায় তারেক!

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলতি মাসেই দেশে ফিরতে পারেন ব...

ইয়েমেন ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েলে, পড়ল সৌদিতে

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র...

‘আওয়ামী লীগের পলাতক নেতাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে’

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী...

শেখ হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনের প্রেক্ষিতে ক্...

নীলফামারী হাসপাতালের তত্বাবধায়কের অপসারণ চেয়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বি...

পূবাইলে হাত-পা বেঁধে ফ্ল্যাট বাসায় ডাকাতি

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় ফ...

এসএসসির প্রশ্ন নিয়ে খুশি শিক্ষার্থীরা, প্রথমদিনের পরীক্ষা শেষ 

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনের পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল)...

ফিলিস্তিনিদের নিয়ে জাতিসংঘ বিশেষজ্ঞের সতর্কতা যা জানা গেলো

গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আক্রমণ এবং পশ্চিম তীরে নিপীড়ন থেকে ফিলিস্তিনি...

লাল গালিচায় ক্ষেপলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সিলেটের এয়ারপ...

বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কেউ চায় না: জয়শঙ্কর

বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না এবং এটা তাদের ডিএনএতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা