নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় আরো ২২ জন মানুষের প্রাণ কেড়ে নিলো মাহামারী করোনাভাইরাস। এর মাধ্যমে মৃতের সংখ্যা ৭৮০০ ছাড়িয়ে এখন ৭৮০৩। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৮৪৯ জন। মোট শনাক্ত ৫ লাখ ২৩ হাজার ৩০২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৯১৭ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৬৭ হাজার ৭১৮জন সুস্থ হয়ে উঠেছেন।
সোমবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১৯৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৮১ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৩ লাখ ৭১ হাজার ৪১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক শূন্য ২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৮শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।।
সান নিউজ/এস