নিজস্ব প্রতিবেদক:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) শনিবার (২৮ মার্চ) এই নিষেধাজ্ঞা আগামী ৭ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে।
এর আগে এক আদেশে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরে উড়োজাহাজের যাওয়া-আসা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল।
বিশ্বে করোনাভাইরাস মহামারি পরিস্থিতি ক্রমেই অবনতির দিতে যাচ্ছে। শনিবার (২৮ মার্চ) পর্যন্ত সবশেষ হিসেব বলছে, বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৪৪ জনে। আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১৪ হাজার ৪৫৪ জন। অপরদিকে ১ লাখ ৩৭ হাজার ৩৩৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।