নিজস্ব প্রতিনিধি:
কোনো ধরনের জরিমানা ছাড়াই আগামী ৩০ জুন পর্যন্ত যানবাহনের ফিটনেস নবায়ন করা যাবে।
শনিবার (২৮ মার্চ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সিদ্ধান্তের কথা জানায়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র জানায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি কালে যাদের যানবাহনের ফিটনেস এর সময়সীমা অতিক্রম হবে, তারা জরিমানা ছাড়াই নির্ধারিত ফি জমা দিয়ে যানবাহনের ফিটনেস নবায়নের এ সুযোগ পাবেন।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর আগামী ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি হওয়ায় ১০ দিনের ছুটিতে থাকবে সারা দেশ।
বিশ্বে করোনাভাইরাস মহামারি পরিস্থিতি ক্রমেই অবনতির দিতে যাচ্ছে। শনিবার (২৮ মার্চ) পর্যন্ত সবশেষ হিসেব বলছে, বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৭০ জনে। আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৯৭ হাজার ৪৫৮ জন। অপরদিকে ১ লাখ ৩৩ হাজার ৩৭৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।