নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা ছিনিমিনি খেলছেন তারা ভুল করছেন, দ্রুতই এই ভুল বুঝাবুঝির অবসান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার (০৫ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতেই ভাস্কর্য তৈরি করা হয়। বঙ্গবন্ধুর পাশাপাশি বাঘা যতিনের ভাস্কর্যে যারা হাত দিয়েছে তাদের শাস্তি হবে।
চিহ্নিত ষড়যন্ত্রকারীরাই এমন ঘটনা ঘটাচ্ছে বলেও জানান তিনি।
সান নিউজ/এসএম