জাতীয়

দীপন হত্যা মামলায় নিজেদের নির্দোষ দাবি করল আসামীরা

নিজস্ব প্রতিবেদক : সৃজনশীল প্রকাশক জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার ৬ আসামী নিজেদের নির্দোষ দাবি করে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে আত্মপক্ষ সমর্থন করেছেন।

সোমবার (৪ জানুয়ারি) ফৌজদারি দন্ডবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন শেষে সব আসামি লিখিতভাবে বিচারকের কাছে এ দাবি জানান। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর গোলাম সারোয়ার খান জাকির এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় বিচারক আসামিদের কাছে জানতে চেয়েছেন মামলায় তারা সাফাই সাক্ষী দেবেন কিনা। তখন আসামি খায়রুল ইসলাম ছাড়া বাকি সবাই সাফাই সাক্ষী দেবেন না বলে জানান। আদালত পরবর্তী সাফাই সাক্ষীর জন্য ১১ জানুয়ারি দিন ধার্য করেন। মামলায় এ পর্যন্ত ২৬ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

মামলার আসামিরা হলো— মেজর (বরখাস্ত) সৈয়দ জিয়াউল হক জিয়া, আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুর সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে শাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।

মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার এবং শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের। মামলায় প্রথম দু আসামি পলাতক রয়েছেন। এর আগে, গত ২০১৯ সালের ১৩ অক্টোবর ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সেই বছরের ১৯ মার্চ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

২০১৮ সালের ১৬ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফজলুর রহমান। প্রসঙ্গত, ২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর সাহাবাগ এলাকার আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় দীপনকে হত্যা করা হয়। সেই দিনই দীপনের স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা