নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা তেজগাঁও বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে অভিনক কায়দায় কাভার্ড ভ্যানে করে গাঁজা পরিবহনের অভিযোগে ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রোববার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১. মোঃ রুবেল সরকার, ২. মোঃ সুমন মিয়া,(কাভার্ড ভ্যান চালক) এ সময় তাদের হেফাজত থেকে ৪৮ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
জব্দকৃত কাভার্ড এর ভিতরে অভিনব পন্থায় একটি গোপন কামরা তৈরি করা হয়। যা গাড়ির ড্যাস বোর্ড হতে বিশেষ ইলেকট্রিক সুইচের মাধ্যমে উক্ত গোপন কামরায় হাইড্রোলিক দরজা খোলা জোড়া করা হয়। ঢাকা মেট্রোপলিটান পুলিশের উপপুলিশ কমিশনার ( মিডিয়া ও পাবলিক রিলেশনস) সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা গাঁজা পরিবহনের কথা স্বীকার করে জানায়, তারা বি-বাড়িয়া জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাধ্যমে উক্ত গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করার উদ্দেশ্যে আনা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে কদমতলী থানায় মামলা রুজু করা হয়েছে।
সান নিউজ/এসএ/এস