নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীসহ সারাদেশে বন্ধ রয়েছে গণপরিবহন। গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। কাঁচাবাজার, মুদি দোকান ও ওষুধের দোকান ছাড়া অন্যসব দোকানপাট বন্ধ রাখাসহ বেশ কছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
তবে খাবারের হোটেল বন্ধ থাকায় অনেকে পড়েছেন বিপদে। এর জন্য শর্তসাপেক্ষে খাবারের হোটেল খোলা রাখার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি। আর সেই শর্তটি হচ্ছে দোকানে বসে কেউ খেতে পারবে না। প্রয়োজন হোটেল থেকে খাবার কিনে নেয়া যাবে।
ডিএমপি রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, মানুষ যেন দুর্ভোগে না পড়ে সেজন্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভেতরে বসিয়ে খাবার পরিবেশন করতে পারবে না। ক্রেতারা শুধু পার্সেল নিয়ে যেতে পারবেন।
পাশাপাশি খাবার তৈরি থেকে শুরু করে বিক্রির পুরো প্রক্রিয়া হোটেল মালিকরা যথাযথ সুরক্ষা ব্যবস্থার নিচ্ছেন কিনা তা তদারকি করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম।