জাতীয়

সেতুর টোল আদায়ে অনিয়ম-দুর্নীতি : তদন্তে সংসদীয় সাব-কমিটি

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিভিন্ন সেতুর টোল আদায়ে অনিয়ম- দুর্নীতি তদন্তে সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য এনামুল হককে আহ্বায়ক করে দুই সদস্য বিশিষ্ট এ সংসদীয় সাব কমিটিকে আগামী তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য বলা হয়।

কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেত্ ুমন্ত্রী ওবায়দুল কাদের (ভার্চুয়ালভাবে), এনামুল হক, মোঃ আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, মোঃ ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন এবং রাবেয়া আলীম সভায় অংশগ্রহণ করেন।

সভায় কমিটির সপ্তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্বিক কার্যক্রমের সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সেতু বিভাগের টেন্ডার নিয়ে বিশদ আলোচনা করা হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু বিভাগ থেকে একই ঠিকাদারী প্রতিষ্ঠানকে একাধিক টেন্ডার পাওয়ার বিষয়টি তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য কমিটির সদস্য শেখ সালাহউদ্দিনকে আহবায়ক করে দুই সদস্য বিশিষ্ট সংসদীয় সাব কমিটি গঠন করা হয়। আগামী দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য সুপারিশ করা হয়।

বঙ্গবন্ধু সেতু এলাকায় অবস্থিত রিসোর্ট ইজারা প্রদান তথা বঙ্গবন্ধু সেতুর আনন্দ পার্ক, পিকনিক স্পট ও বাগান (এগ্রিকালচার), জমি ও অন্যান্য অবকাঠামো ব্যবস্থাপনা বিষয়ে তদন্তে একটি রিপোর্ট কমিটির সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিককে আহবায়ক করে দুই সদস্য বিশিষ্ট অপর একটি সংসদীয় সাব কমিটি গঠন করা হয়। আগামী দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য সুপারিশ করা হয়।
সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় কিংবা রাজনৈতিক সকল প্রতিবদ্ধকতা দূর করে সড়ক-মহাসড়কে নসিমন, করিমন, ইঞ্জিনচালিত রিক্সা ইত্যাদি চলাচল বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পরবর্তী বৈঠকে বিভাগীয় কমিশনার, বিভাগীয় ডিআইজি এবং হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষকে উপস্থিত থাকার পরামর্শ দেয়া হয়।

সভায় ১৯৭৫ সালের ১৫ আগস্টের কাল রাত্রিতে নিহত শেখ আবু নাসেরের স্ত্রী এবং কমিটির সদস্য শেখ সালাহউদ্দিনের মাতা মিসেস রাজিয়া নাসেরের মৃৃত্যুতে শোক প্রকাশ ও মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বিআরটিএ ও বিআরটিসি এর চেয়ারম্যানদ্বয়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান টানেল প্রকল্পের প্রকল্প পরিচালক, বিটিসিএ এর নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশি¬ষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

ইসলামী ব্যাংকের সাথে হাব-এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে হ...

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

কাল গ্যাস থাকবে না যেসব এলাকায় 

নিজস্ব প্রতিবেদক: গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর বা মেরাম...

অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী

নিজস্ব প্রতিবেদক: দেশে চোখের যত্ন ও পরিষেবা সম্প্রসারণের জন্...

শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রস্তত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা