নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় বুয়েটের এক সহকারী অধ্যাপকসহ দুজনের সাক্ষ্য গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।
সাক্ষীরা হলেন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও শেরেবাংলা হলের সহকারী প্রভোস্ট ড. আবদুল্লাহ আদনান ও সিআইডির আলোকচিত্র বিশারদ মো. আখতারুজ্জামান।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান ওই দুজনের সাক্ষ্য গ্রহণের পর আগামী ৫ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। মামলাটির ৬০ জন সাক্ষীর মধ্যে মাত্র ২৯ কার্যদিবসে ৪৪ জনের সাক্ষ্য শেষ হয়। মামলায় ২২ জন আসামি কারাগারে রয়েছেন।
প্রসঙ্গত, আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। তিনি বুয়েটের শেরেবাংলা হলের নিচতলার ১০১১ নম্বর কক্ষে থাকতেন। গত বছর ৬ অক্টোবর একই হলের ২০১১ নম্বর কক্ষে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। পরে রাত ৩টার দিকে হল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের পর তার বাবা বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে ওই বছর ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর ওই বছর ১৩ নভেম্বর ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান ২৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর গত ১৫ সেপ্টেম্বর বিচারক আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন।
সান নিউজ/এম