সান নিউজ ডেস্ক:
সাংবাদিকদের প্রতিবাদের মুখে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বেসরকারি টেলিভিশনগুলো অপপ্রচার ও গুজব মনিটরিংয়ের আদেশ বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়।
গত ২৩ মার্চ মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় থেকে ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক কর্মকর্তা এখন থেকে দুটি করে টেলিভিশন চ্যানেল মনিটরিং করবেন।
এসব কর্মকর্তারা দেশের ৩০টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ তাদের বিশেষ নজরদারিতে রাখবেন।
আদেশে বলা হয়েছিলো, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো বেসরকারি টিভি চ্যানেলে করোনাভাইরাস সম্পর্কে অপপ্রচার কিংবা গুজব প্রচার হচ্ছে বলে চিহ্নিত করলে তা বন্ধ করার জন্য সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
এদিকে, এ আদেশ জারিকে বিস্ময়কর, অনভিপ্রেত ও দুর্ভাগ্যজন উল্লেখ করে এটি প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি।
সান নিউজ/সালি