নিজস্ব প্রতিবেদক:
করোনা মোকাবিলায় একটি বিশেষ বিমানে চীনের পক্ষ হতে আসা মেডিকেল ইকুইপমেন্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদের কাছে হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
মেডিক্যাল ইকুইপমেন্টের মধ্যে আছে ১০ হাজার করোনা শনাক্তকরণ কিট, প্রথম সারির চিকিৎসকদের জন্য ১০ হাজার পিপিই, ১৫ হাজার মাস্ক এবং এক হাজার থার্মোমিটার।
এর আগে, রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় চীনের কুনমিং থেকে বিশেষ বিমানে করে এই মেডিক্যাল ইকুইপমেন্টগুলো আসে।
ঢাকার চীনা দূতাবাসের উপ-প্রধান এবং মিনিস্টার কাউন্সিলর হুয়ালং ইয়ান কুনমিং থেকে এসব সরঞ্জামের কিছু স্থিরচিত্র আগেই প্রকাশ করেন। সেখানে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে দেওয়া এক বার্তায় লেখা হয় ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’।
এরিমধ্যে চীন সরকার করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশকে এসব চিকিৎসা সামগ্রী সহায়তা হিসেবে পাঠাচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশে এসব সামগ্রী আসছে।
এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে দুই হাজার কিট ও চিকিৎসা সামগ্রী দেয়।
সান নিউজ/সালি