নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন, মারা গেছেন পাঁচজন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যু নেই।
আইইডিসিআর পরিচালক জানান, ১২৬ জনের শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নতুন করে ৫ জনের মধ্যে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে যাদের সবাই পুরুষ।
তিনি বলেন, নতুন আক্রান্তদের দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, দু'জন ৪০ থেকে ৫০ এর মধ্যে আর বাকি একজন ষাটোর্ধ ব্যক্তি। এদের মধ্যে একজন বিদেশ ফেরত বলেও ব্রিফিং'এ জানান আইইডিসিআর পরিচালক।
তিনি আরও জানান, বাকি তিনজন অন্য রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। আর অপর একজনের বিষয়ে এখনও অনুসন্ধান চলছে।