নিজস্ব প্রতিবেদক : দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রতিটি বাহিনীর দক্ষতা বৃদ্ধি করেছে সরকার। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে যা যা দরকার আওয়ামী লীগ সরকার তা করেছে।
বুধবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৮ আলফা এবং ডিইও ২০২০ ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ– ২০২০ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশ নিয়ে তিনি এসব বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। অতীতের কোনো সরকার সমুদ্র সম্পদ রক্ষায় তেমন কোনো উদ্যোগ নেয়নি। দেশে গৃহহীন প্রতিটি মানুষের ঠিকানা হবে, এটিই মুজিববর্ষের সবচেয়ে বড় উদ্যোগ।
বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি চায়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সান নিউজ/এসএম