নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন আনুষ্ঠানিকভাবে যোগ দিতে আরও কিছুদিন সময় লাগবে। নতুন চেয়ারম্যানের যোগ দেওয়ার দিনক্ষণের প্রহর গুনছেন নিবন্ধনধারী চাকরিপ্রার্থীরা। তাদের প্রত্যাশা, দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ হয়ে আছে। করোনা ও আইনি জটিলতাসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না। এর মধ্যে অনেকের চাকরির বয়স শেষ হতে যাচ্ছে। এই অবস্থায় নতুন চেয়ারম্যান নিয়োগ হওয়ার পর গণবিজ্ঞপ্তি আসবে বলে আশা প্রকাশ করছেন তারা।
জানা গেছে, নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. আশরাফ উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ের যোগ দিয়েছেন। যোগ দেওয়ার গত পর বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এনটিআরসিএ-এরর কার্যালয়ে এসেছিলেন তিনি। যদিও দাপ্তরিক প্রক্রিয়া শেষে চেয়ারম্যান পদে যোগ দিতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
অতিরিক্ত সচিব মো. আশরাফ উদ্দিন গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ছিলেন। গত ১৪ ডিসেম্বর তাকে এনটিআরসিএ-এর চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করা হয়েছে। এর আগে, গত ১৭ ডিসেম্বর অবসরে গেছেন এনটিআরসিএ-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আকরাম হোসেন।
সান নিউজ/পিডিকে/এস