নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। তবে নতুন করে কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মেলেনি।
করোনাভাইরাস সংক্রান্ত সার্বিক পরিস্থিতি জানাতে বুধবার (২৪ মার্চ) অনলাইনে লাইভ ব্রিফিং করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
দুপুর ১২টায় মহাখালীতে আইইডিসিআরের সম্মেলন কক্ষ থেকে ওই ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য দেন।
এই নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হল ৫ জনের। আর আক্রান্ত রোগীর সংখ্যা অপরিবর্তিত থাকল ৩৯ জনে।
ব্রিফিং'এ করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নাগরিকদের করণীয়ও তুলে ধরেন তিনি।
তিনি জানান, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এমন আরো দু’জন পর পর দুইবার নমুনা পরীক্ষার পর ফলাফল নেগেটিভ হওয়ায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।