নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন সেক্টরে নৈরাজ্য মোকাবিলা করে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধকল্পে আমরা ১১১ দফা সুপারিশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে সফল হতে পারবো।
বুধবার (২৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ১১১টি সুপারিশ করেছেন। এগুলো বাস্তবায়নে একটি টাস্কফোর্স গঠন করা হয়। সেই টাস্কফোর্সের দ্বিতীয় সভায় বুধবার আমরা আলোচনা করেছি। এই সভায় উপস্থিত সবাই সুচিন্তিত মতামত দিয়েছেন। আমরা প্রথম মিটিংয়ে ৪ জন সচিবের নেতৃত্বে ৪টি কমিটি করে দিয়েছি। এগুলো পর্যালোচনা করে সুপারিশমালা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব সেটার জন্য প্রত্যেক কমিটি আবার নতুন নতুন সুপারিশ করেছেন।”
তিনি আরও বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছিল। তিনি একটি সুপারিশমালা তৈরি করেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সড়ক ও জনপথ বিভাগের সচিব এবং তথ্য মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে আরও তিনটি কমিটি গঠন করা হয়েছিল। তারা প্রত্যেকে আলাদা আলাদা সুপারিশমালা তৈরি করেছেন। এই সুপারিশগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই চার কমিটির সুপারিশের ভিত্তিতে সমস্যা চিহিৃত করে এগুলো বাস্তবায়ন করার জন্য কী কী প্রদক্ষেপ প্রয়োজন সেটা আগামী মিটিং এ সিদ্ধান্ত নেবো। যারা এগুলো বাস্তবায়ন করবেন তাদেরকে আমরা সুপারিশ করবো।”
সান নিউজ/এসএ/এস