নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে চায় চার বিদেশি এয়ারলাইন্স। এরই মধ্যে এয়ারলাইন্সগুলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে আবেদনও করেছে। এয়ারলাইন্সগুলো হচ্ছে- ইরাকের রাষ্ট্রীয় পতাকাবাহী ইরাকি এয়ারওয়েজ, ইন্দোনেশিয়ার গারুদা ইন্দোনেশিয়া, ইরানের ইরান এয়ার ও দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়ে করা আবেদন পেয়েছি আমরা। পর্যালোচনা করে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো। এছাড়া আরও কিছু এয়ারলাইন্স যোগাযোগ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া মেনে আবেদন করতে তাদের জানানো হয়েছে।
তিনি বলেন, করোনা মহামারির পরিস্থিতির কারণে নতুন করে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি পরিকল্পনা করছে। আমরাও পরিস্থিতি পর্যালোচনা করছি।
সান নিউজ/পিডিকে/এস